শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে হচ্ছে ২৫ লাখ মানুষের স্বপ্নের ৫০০ শয্যার মেডিকেল হাসপাতাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

সরওয়ার সাকিব,কক্সবাজার:

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর ৫’শ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দুয়ার খুলে গেল। এই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের মাধ্যমে জেলার ২৫ লাখ মানুষের চিকিৎসা সেবায় আসবে বৈপ্লবিক পরিবর্তন।

গত ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কক্সবাজার মেডিকেল কলেজে ৫’শ শয্যার হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।এতে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মেডিকেল কলেজ হাসাপাতাল বাস্তবায়নে আর কোন বাঁধা রইলো না।

মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদনের খবরে কক্সবাজারের সর্বস্তরের মানুষ উৎফুল্ল হয়ে উঠেছেন।হাসপাতালটি বাস্তবায়ন হলে আরো উন্নত চিকিৎসা সেবা পাবে কক্সবাজারের ২৫ লাখ মানুষ। এতে সঠিক চিকিৎসার অভাবে মারা যাবে না রোগীরা। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাদের চাপও সামলানো যাবে।

বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে জায়গার সংকলন করতে না পেরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগিদের। যার কারণে একদিকে যেমন চিকিৎসকদের চিকিৎসা প্রদানে অসুবিধা হচ্ছে। অন্যদিকেই চিকিৎসা নেওয়া রোগিরাও নানান সমস্যায় ভুগছেন।
রোগীরা বলছেন, ৫শ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল করা হলে তাদের চিকিৎসা নিতে সুবিধা হবে,চিকিৎসকরা উন্নত চিকিৎসা দিতে পারবে।

কলেজের সাথে হাসপাতাল বাস্তবায়ন হলে মেডিকেল শিক্ষার্থীদের প্র্যাক্টিকেল পাঠদানের সুদূর সদর হাসপাতালে দৌড়াদৌড়ির ভোগান্তি লাঘব হবে। প্রশাসনিক কর্মকান্ড ও ইন্টার্ন চিকিৎসকদের ক্লিনিক্যাল প্রশিক্ষণের ভোগান্তি যেমন কমবে তেমনি
তাই তারা বেশ খুশি হয়েছেন।

কমেক অধ্যক্ষ ডা. ফরহাদ হোসেন বলেছেন, এতদিন কমেকের নিজস্ব হাসপাতাল না হওয়ায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে প্রতিদিন সকাল-বিকাল ৭/৮ কিলোমিটার দুরে কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে ক্লাস করতে হয় বলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতাল প্রতিষ্ঠা হয়ে গেলে শিক্ষার্থীরা ভাল পরিবেশ পাবে এবং সময়ও বাঁচবে।

এদিকে সচেতন মহল বলছেন কক্সবাজারবাসীর প্রাণের দাবি ৫শ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হলে একদিকে যেমন রোগীদের দুর্ভোগ কমবে অন্যদিকে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। এতে কক্সবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্তরে আরো একটি ভিত্তি তৈরি হবে।

মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত বাস্তবায়ন হয়ে কক্সবাজারের চিকিৎসা ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হবে- সে প্রত্যাশায় প্রহর গুণছেন ২৫ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs