বিশেষ প্রতিবেদক:
জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার বেহাল অবস্থা বিরাজমান। যদি দ্রুত এই অবস্থা নিরসন করা না যায়, তবে এতদঞ্চলে শিক্ষাক্ষেত্রে যে বেহাল অবস্থা বিরাজ রয়েছে তা এলাকাবাসীকে বহুদূর পেছনে নিয়ে যাবে।
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, চকরিয়া কমার্স কলেজ থেকে কোন শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। তবে এই গ্লানি মোচনের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
জেলার অধিকাংশ কলেজে পাসের হার, শিক্ষাবোর্ডের পাসের হারের চেয়ে অনেক অনেক কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার যেখানে ৭০.৩২শতাংশ (সূত্র :প্রথম আলো) সেখানে এই জেলার কয়েকটি কলেজের পাসের হার ২০-৪০শতাংশ এর মধ্যে।
ইট-পাথরের উন্নয়ন শুধুমাত্র উন্নয়নের সূচক নয়। উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন খুবই প্রয়োজন। কক্সবাজারে শিক্ষার এ অবস্থা বিরাজমান থাকলে এখানে যে সকল মেগা-প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সে সকল প্রকল্পে স্থানীয় কোন জনগণ চাকুরির সুযোগ পাবেনা। এখানে উচ্চ পদে চাকরি করতে আসবে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণ।জেলার প্রতিটি উপজেলায় শিক্ষার যে বেহাল অবস্থা চলছে, জনগণের বৃহৎ স্বার্থে অতি দ্রুত তা নিরসনের ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
এছাড়াও কক্সবাজারে যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবনা আছে তা দ্রুত বাস্তবায়ন করে এ জেলার শিক্ষার প্রসার ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসা সময়ের দাবি।