রিয়াজ উদ্দিন:
আগামী ১১নভেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে ও কক্সবাজার জেলাবাসীর কাছে কক্সবাজারে উন্নয়নের প্রতিচ্ছবি ও উন্নয়নের বার্তা পৌছাঁনোর লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ রেজাউর রহমান ২০০এর বেশি মোটরসাইকেল, কক্সবাজার উন্নয়ন প্রকল্পের প্রতিচ্ছবি যুক্ত ব্যানার, পেস্টুনসহ অটোরিকশা, জীপগাড়িসহ অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে এক বিশাল স্বাগত মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার সদর আওয়ামীলীগের সম্পাদক এডঃ ছৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে শহরের বাহারছড়া থেকে কলাতলী হয়ে কক্সবাজার পৌরসভা এসে মিছিলের সমাপ্তি ঘটে।
কক্সবাজার উপজেলার অসংখ্য নেতাকর্মী নিয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমানের সভাপতিত্বে স্বাগত মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলাসহ বিভিন্ন জেলায় যে মেগাপ্রকল্প বাস্তবায়ন করে এবং চলমান প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে অগ্রণী ভূমিকা পালন করছে তা সর্বসাধারণের মাঝে তুলে ধরেন এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমান।
তাছাড়া, আগামী ১১ই নভেম্বর কক্সবাজার আইকনিক রেল স্টেশন, মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুতকেন্দ্রসহ ১৫১টি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মিছিল শেষে এডঃ সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমান জানান, কক্সবাজার জেলায় প্রধানমন্ত্রীকে যথাযোগ্য মর্যাদায় বরণ, মেগাপ্রকল্প ও চলমান উন্নয়নের প্রতিচ্ছবি তুলে ধরার লক্ষ্যে আজকের এই স্বাগত মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা।
আগামী ১১ই নভেম্বর প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাই এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারো বিজয়ের মাধ্যমে অসমাপ্ত কাজের সমাপ্তির সুযোগ করে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণীভূমিকা পালন করতে হবে।
তিনি আরো জানান, মহেশখালী মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে জনসভায় যোগদানের কথা উল্লেখ করেন।