শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে নির্বাচনী প্রচারণা শুরু:সেবা অব্যাহত রাখতে দোয়া ও নৌকায় ভোট প্রার্থনা কমলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি সকলের দোয়া ও নৌকায় ভোট প্রার্থনা করেন।

সোমবার (১৮ ডিসেম্বর) কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার কর্তৃক নৌকা প্রতীক পাওয়ার পর বিকালে আনুষ্ঠানিক ভাবে কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। খোলা জীপ গাড়িতে করে নির্বাচনী প্রচারণা কালে সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেছেন, সংসদ সদস্য হিসেবে ১০ বছর ধরে এলাকার মানুষের সেবা দিয়ে আসছি।সেবা প্রদানকালে কে কোন দলের সেটা আমি পৃথক করিনি। দলমত নির্বিশেষে সকলের দু:সময়ে সেবক হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে আরো বেশি সেবা করতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। সাইমুম সরওয়ার কমল গত বিশ বছর যাবত গরীব অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন উল্লেখ করে বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে যখন মানুষ মানুষের পাশে যায়নি, মা-বাবার কাছে ছেলে-মেয়ে যায়নি, ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালের রেডজোনে ডাক্তার-নার্সদের নিয়ে সেবা দিয়েছি। করোনাক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করলে নিজ হাতে দাফন করেছি। প্রতিটি বন্যায় দুর্গতদের পাশে ছিলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় কক্সবাজারেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার জনগণ শেখ হাসিনার সাথে থাকবে এবং বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবেন বলে বিশ্বাস করি।

সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল এমপি সন্ধ্যায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সভায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, আওয়ামী লীগ নেতা ওসমান সরওয়ার মামুন, জহির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সাইমুম সরওয়ার কমল মনিরঝিলে পৌঁছলে হাজার হাজার নারী-পুরুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs