রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত আলহামদুলিল্লাহ আমার পেটে কোন ক্ষিধা নেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে: সভাপতি জাহেদুল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ ১৮ঘন্টা পর নদী থেকে উদ্ধার চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক

কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

নারীদের পথচলা মসৃন করতে, সমাজ উন্নয়ন- সংস্কার ও সমাজের বিভিন্ন অসংগতিতে আওয়াজ তুলতে কক্সবাজারে আত্নপ্রকাশ হলো নারী সাংবাদিক, কবি- সাহিত্যিক ও সংগঠকদের সংগঠন “আওয়াজ”।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো কক্সবাজারের অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। তিনি বলেন “নারীদের এ সমাজের জন্য অনেক কিছু করার আছে। সঠিক সুযোগ ও সহযোগিতা না পাওয়াতে তারা সেই কাজগুলো করতে পারছে না।
নারীদের এ সংগঠন একদিন এ সমাজের উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।”

সভায় বক্তব্য রাখেন সংগঠক, কবি ও কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্তকর্তা শামীম আকতার। তিনি বলেন “তরুণরাই পারে সমাজের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সমাজটাকে নতুন করে সাজাতে। “আওয়াজ” নরীদের কন্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এসময় উপস্থিত সকলের সম্মতিতে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৬ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষনা করা হয়।

প্রধান উপদেষ্টা হলেন প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, উপদেষ্টাবৃন্দ হলেন সংগঠক, কবি ও কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, শিক্ষক ও কবি- সাহিত্যিক ফোরকান আরা জোৎস্না, শিক্ষক ও কবি- সাহিত্যি কানিজ ফাতেমা, সংগঠক- লেখিকা ও প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হাসনা হুরাইন আইরিন, সাংবাদিক ও সংগঠক দীপক শর্মা দীপু ও সাংবাদিক- সংগঠক আজিম নিহাদ।

১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি সাংবাদিক- সংগঠক আইরিন আকতার, সহসভাপতি- কবি ও সংগঠক কুলসুমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লেখক ও সংগঠক উম্মে সাদিয়া হোসেন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রোকসানা আক্তার সুমি, সহ-সাংগঠনিক সম্পাদক সংগঠক শাহরিয়া আলম শেখলা, অর্থ-সম্পাদক সাংবাদিক আফজারা রিয়া, দপ্তর-সম্পাদক সাংবাদিক মুমতাহিনা মাহি, প্রচার সম্পাদক সাংবাদিক মায়েশা আনকিছ, সংস্কৃতি ও প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক নাবিলা নাওয়ার, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক রোমানা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক তাসলিমা হোসেন নিলিমা, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক সংগঠক নওশীন নাওয়ার, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সাংবাদিক রোদসী হোসাইন হৃদি, ম্যাগজিন সম্পাদক সংগঠক মাহিয়া রহমান। সদস্য সাংবাদিক ইয়াছমিন আক্তার মুন্নি, সাংবাদিক মৈত্রী চক্রবর্তী ও সংগঠক নবনীতা শীল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs