মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপির কর্মী নিহত, আটক-১। কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে উখিয়ারসেই ১৩ এসএসসি পরীক্ষার্থী রামুতে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু। গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত আলহামদুলিল্লাহ আমার পেটে কোন ক্ষিধা নেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে: সভাপতি জাহেদুল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ ১৮ঘন্টা পর নদী থেকে উদ্ধার চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা আসামি হলেই গ্রেপ্তার নয়, মানতে হবে নতুন নির্দেশনা

উৎসবমুখর পরিবেশে কুতুবদিয়া উপজেলায় সিপিপি পূনর্গঠন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১৮ বার পঠিত

এম,শহীদুল ইসলাম,কুতুবদিয়া(কক্সবাজার)সংবাদদাতা:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাঝে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) পূনর্গঠন কার্যক্রম শুরু হয়।

ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ঢাকা কেন্দ্রীয় অফিসের নির্দেশে এবং অনুমতিক্রমে কুতুবদিয়া সিপিপির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক, মাহাতাবুল বারীর নেতৃত্বধীন নির্বাচনী প্যানেল গত ২২ জুন দ্বীপ উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন থেকে সিপিপির পূনর্গঠন কার্যক্রম শুরু করে এবং পর্যায়ক্রমে ৩০ জুন কৈয়ারবিল ইউনিয়ন সিপিপি পূনর্গঠন সম্পন্ন করার মধ্য দিয়ে দ্বীপে সিপিপির এই কার্যক্রম শেষ হয়।

সিপিপির পূনর্গঠন কাজে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখে যায়। সিপিপির স্বেচ্ছাসেবক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে পূনর্গঠন কার্যক্রমে অংশগ্রহন করে নিজেদের মতামত প্রয়োগ করতে পারায় তারা সন্তুষ্টি প্রকাশ করে।

সূত্রে জানা যায়, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র গঠনতন্ত্র মতে প্রতি তিনবছর অন্তর পূনর্গঠনের নিয়ম থাকলেও দীর্ঘ ৩০ বছর অতিক্রম হওয়ার পরেও পূনর্গঠন হয় নাই। এতে স্বেচ্ছাসেবকদের মাঝে ব্যাপক হতাশা তৈরি হয় এবং কাজে স্থবিরতা সৃষ্টি হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবকদের প্রচন্ড দাবীর মুখে এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারের ঐকান্তিক সদিচ্ছায় অবশেষে পূনর্গঠন কার্যক্রম পরিচালিত হয়।

সিপিপির এই পূনর্গঠনের ফলে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের মূল্যায়ন হয়। সিপিপির নতুন নেতৃত্ব সৃষ্টির পাশাপাশি সিপিপির স্বেচ্ছাসেবী কাজে ব্যাপক গতিশীলতা আসবে বলে মনে করেন স্বেচ্ছাসেবকরা।

ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর প্রশিক্ষক এবং ইউনিট টিম লিড়ার এম, শহীদুল ইসলাম বলেন, যে কোন সংগঠনে নতুন নেতৃত্ব সৃষ্টি, কাজে গতিশীলতা এবং শৃংখলা ফিরিয়ে আনতে পূনর্গঠন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে প্রেক্ষিতে কুতুবদিয়া সিপিপির সদস্যদের দীর্ঘদিনের আকাংখিত পূনর্গঠন প্রক্রিয়াটি দায়িত্ব প্রাপ্ত সিপিপির সহকারী পরিচালক মাহাতাবুল বারীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিচালিত হয়। ফলে, সিপিপির স্বেচ্ছাসেবকরা নতুন করে উদ্দিপ্ত হয়েছে এবং কাজের ব্যাপক গতিশীলতা ফিরে আসছে। তিনি সিপিপি স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে পূনর্গঠন কাজে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ধন্যবাদ জানান।

সিপিপি পূনর্গঠনে নব নির্বাচিত আলী আকবর ডেইল ইউনিয়ন টিম লিডার জাহাঙ্গীর আলম সিকদার জানান, পূনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্চতার মাধ্যমে শেষ হয়েছে। এতে ভোলান্টিয়ার’রা নতুন করে কাজ করার প্রেরনা পাবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে কাজের স্পৃহা তৈরি হবে।

এ পূর্ণগঠনের বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া উপজেলার সিপিপি সহকারী পরিচালক মাহাতাবুল বারী জানান, উপজেলায় সিপিপি স্বেচ্ছাসেবক নির্দেশিকা ২১ মোতাবেক পূর্নগঠনের কাজ শেষ হয়েছে। ছয় ইউনিয়নে ইউনিট টিম লিডার ৫৫ জন, ডেপুটি ইউনিট টিম লিডার ৫৫ জন (পুরুষ) ডেপুটি ইউনিট টিম লিডার ৫৫ জন (নারী) নির্বাচিত হয়। এছাড়া, ৫ জন ইউনিয়ন টিম লিডার, ৬ জন ডেপুটি ইউনিট টিম লিডার (পুরুষ) এবং ৬ জন ডেপুটি ইউনিট টিম লিডার (নারী) নির্বাচিত হয়। শুধু মাত্র কৈয়ারবিল ইউনিয়নের ইউনিয়ন টিম লিডার সঙ্গত কারণে বন্ধ রাখা হয়েছে। সেইসাথে নতুন নির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs