রিয়াজ উদ্দিন তাহফিম, কক্সবাজার:
উত্তরণ মডেল কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের সম্মেলন কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার তিনটি বিভাগের একযোগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ মডেল কলেজ এর সভাপতি, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এ্ন্ড কলেজের অধ্যক্ষ ছৈয়দ করিম, জাতীয় পত্রিকা দৈনিক কালের কন্ঠ, কক্সবাজার এর বিশেষ প্রতিনিধি এডঃ তোফায়েল আহমেদ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক শামসুল হক শারেক, উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির জিএম ও চকরিয়ার বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: দেলোয়ার হোসেন, সদস্য ফরিদ আহমদ, উত্তরণ মডেল স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য রোটারিয়ান এস. এম নজরুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ।
ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, রেবেকা সুলতানা ডেজি, এম আলাউদ্দিন রবিন।
নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হামিদুর রহমান, মো: তোফায়েল, আফরিন সুলতানা লিজা ও শুভ কর্মকার।
নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে সাজেদা আক্তার তইফা, সাজ্জাদ হোসেন।
সভা সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হামিদুর রহমান ও মেহেজাবীন মারজান।
অনুষ্ঠানের শুরুতে কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় উত্তোলন করে। পরে কলেজের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীরা আসন গ্রহণ করে।
ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে ক্যাম্পাস জুড়েই ছিলো সাজ সাজ রব। নবীন শিক্ষাথীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস প্রাঙ্গণ। কলেজের সম্মেলন কক্ষ সাজানো হয়েছিল বেলুন ও ব্যানার দিয়ে। শিক্ষার্থীরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম বলেন, উত্তরণ মডেল কলেজ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। কোন কলেজ প্রাতিষ্ঠানিক পরিপূর্ণতা লাভের মধ্য দিয়ে নতুন কলেজ প্রতিষ্ঠা করতে পারে নি। একমাত্র উত্তরণ মডেল কলেজ’ই করল কলেজ সূচনায় কলেজের নিজস্ব বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন, কলেজ বাস, কলেজ ল্যাব, কলেজ লাইব্রেরি, মুসলিমদের ইবাদত খানা, খেলাধুলার জন্য বড় স্টেডিয়াম, শহীদমিনার, জাতীয় চারজন বীরশ্রেষ্টের স্মৃতিস্তম্ভ, কলেজের উন্মুক্ত মঞ্চ ইত্যাদি। এসবকিছু সম্ভব হয়েছে কেবলমাত্র আমার পেছনে একটি বড় সংস্থা “উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ” যেটি ১০০০ এর বেশি সদস্যবিশিষ্ট। তারা চাই এই অজপাড়া গায়ে অবহেলিত ও বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তাছাড়া তারা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উত্তরণ মডেল কলেজ প্রতিষ্ঠা করেছে। তাই শিক্ষাপড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। এজন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে। আগামী দিনের দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নের রূপকার হবে তোমরাই।
অনুষ্ঠানে সমাপ্তিলগ্নে আলোচনা সভার সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।