শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক-১

এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

এম আর আয়াজ রবি, বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার ( ১১-অক্টোবর-২০২৩) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা প্রায় ৬ টা পর্যন্ত উক্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুত্রে জানা যায়, উখিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান চালানো হয়। যৌথ অভিযানে অংশ গ্রহণ করেণ-আমর্ড ব্যাটালিয়ান পুলিশ ১২০ জন, জেলা পুলিশের ১০ জন, আনসার সদস্য ১৩ জন ও র‍্যাব সদস্য ১০ জন।

এপিবিএন-১৪ অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোঃ ইকবাল সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের ধরতে এ যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।’

সুত্রে আরও জানা যায়, এ অভিযানের কারণে অনেক অপরাধী গা ঢাকা দিয়েছেন। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃংখলার অবনতির কারনে এই অভিযান জোরদার করা হয়েছে। ক্যাম্পে বিবদমান আরসা ও আরএসও রক্তক্ষয়ী সংঘর্ষে চলিত মাসেও দুটি জোড়া খুন হয়। সাধারণ রোহিঙ্গারা মনে করেন,রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে স্থানীয়রা বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এতে ব্যবহার হচ্ছে দেশী-বিদেশী অস্ত্র। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। সম্প্রতি উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি ভালো রাখতে ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার বিকালে উখিয়ার চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তবে বিস্তারিত তথ্য এখনও জানাতে পারেনি এপিবিএন। এ অভিযানে নেতৃত্ব দেন অ্যাডিশনাল ডিআইজিএস এম ফজলুল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs