বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত  সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার

উখিয়া উপজেলা যুবদলের সাবেক ও বর্তমান  সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার

এম আর আয়াছ রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পঠিত
।। এম আর আয়াজ রবি।।
দলের নীতি,আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার সদস্য আহসান উল্লাহ এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ( ১৮-মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ বাদরী স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশ প্রদান করা হয়। বহিষ্কৃতের মধ্যে সাইফুর রহমান সিকদার বর্তমান উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক ও আহসান উল্লাহ মনি উখিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি। কক্সবাজার জেলা বিএনপির  এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
এখানে উল্লেখ্য যে, গত রোববার (১৬ মার্চ) উখিয়া সিএনজি স্টেশনে চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইফুল সিকদার গ্রুপ ও আহসান উল্লাহ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঐ ঘটনায় উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছিল। আহতরা হলো শ্রমিক নেতা মোহাম্মদ আলম,মোরশেদ ও সৈয়দ নূরসহ কয়েকজন।তাদেরককে উখিয়া হাসপাতাল ভর্তি করা হয়েছে । তবে এই ঘটনায় যুবদল ও শ্রমিকদলের  নেতাকর্মী  দু’গ্রুপ একে অপরকে দায়ী করে পরস্পর বিরোধী অভিযোগ করেছে।
উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার অভিযোগে বলেছিলেন , রবিবার সকালে সিএনজি স্টেশনে মোরশেদ ও জুয়েল সহ কয়েকজন লাঠি সোটা নিয়ে অন্যভাবে ড্রাইভারদের নিকট থেকে চাদা দাবী করলে ঘটনার সূত্রপাত হয়। তিনি এ ঘটনায় সাবেক যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দায়ী করেন।
অপরদিকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, বিবদমান সিএনজি শ্রমিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে তিনি জড়িত নয়। তিনি অভিযোগ করে বলেন, সকালে অতর্কিত অবস্থায় ২০-৩০ জনের গ্রুপ সাইফুল সিকদারের নেতৃত্বে উখিয়া সিএনজি স্টেশনে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে সিএনজি স্টেশন দখল করার হুমকি দিতে না দিতে সিএনজি সমিতির মোর্শেদের উপর হামলা শুরু করে। একপর্যায়ে মোর্শেদকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও দাঁত দিতে কাঁমড় দিয়ে রক্তাক্ত করে। এরই প্রেক্ষিতে শ্রমিকদের সাথে সাইফুল সিকদারের সন্ত্রাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs