কক্সবাজারের উখিয়া থানার মামলা নং-৫১/২৩ইং এর আত্মগোপনে থাকা হত্যা মামলা আসামী বশির আহম্মদ(৪৮)গ্রেফতার করেছেন র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৭ শে এপ্রিল) সকাল ৭ টা১০ মিনিটের সময় চকরিয়া উপজেলার খুটাখালীর ফুলছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী-বশির আহম্মদ (৪৮) উখিয়ার পালংখালী ইউপির ৮নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকার মনিরুজ্জামান ছেলে।
র্যাব-১৫ এর ব্রিফিং সূত্রে জানা গেছে,গত ২০১৯ সালের ২২মার্চ উখিয়া থানা রুজুকৃত হত্যা মামলা নং-৫১/১৯ইং এর আসামী বশির দীর্ঘ ৫বছর যাবৎ আত্মগোপনে থাকেন। পরে গোপনে খবর পেয়ে ২৭ এপ্রিল সকালে চকরিয়া উপজেলার ফুলছড়ি এলাকা থেকে র্যাব-১৫ এর আভিযানিক টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন।