নিজস্ব প্রতিবেদক:
ঈদগাঁও বাজার হাই স্কুল গেইট সংলগ্ন টিএনটি অফিস এরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে ঈদগাঁও বাজার জাগির পাড়া রাস্তার মাথা সংলগ্ন এ টিএনটি অফিস যেটি “টিএনটি পুকুর” নামে পরিচিত।
একসময় মানুষ এ অফিসে গিয়ে তথ্য আদান প্রদান করত টেলিফোনের সাহায্যে। দেশে মোবাইল ফোন প্রচলিত হওয়ায় বন্ধ হয়ে যায় টিএনটি কার্যক্রম। সেই থেকে কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না এই টিএনটি অফিস। ফলে জায়গাটি ব্যাবহৃত হচ্ছে ঈদগাঁও বাজারের ডাস্টবিন হিসেবে। ঈদগাঁও বাজারের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে উক্ত স্থানে। দীর্ঘদিন ধরে এখানে ময়লা আবর্জনা ফেলাতে তৈরি হয়েছে আর্জনার বড় বড় স্তুপ।
এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম গুলোতে বহু সংবাদ প্রকাশ করার পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অনেকসময় ময়লা আবর্জনার এ দুর্গন্ধ থেকে বাচঁতে স্থানীয়রা আগুন দিয়ে পুড়ে ফেলেন ময়লাগুলো। এবারও ঠিক এমনই হয়েছে।
পার্শ্ববর্তী ব্যাবসায়ী মনির আহমদ জানান, ৯ই এপ্রিল বোধবার বিকালে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলতে এখানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় একজন “যার সুনির্দিষ্ট কোনো পরিচয় পাওয়া যায়নি” সে থেকে আজ সকাল অবধি জলতে থাকে এ আগুন, পরে দুপুরের দিকে আগুন মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেলে পাশ্ববর্তী ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহুর্তের মধ্যে রামু ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।