মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত: সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক ফরমান পিএমখালীতে ওএমএসের চাল পাচারের সময় ডিলারসহ ২১ বস্তা চাল জব্দ। বিশ্ব মুসলমানদের ঐক্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত

ঈদগাঁও বাজারের কোটি টাকার জায়গা দখলে নিতে মরিয়া প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও বাজারের কোটি টাকার জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী চক্র। এ ঘটনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ডিসি সড়ক সংলগ্ন মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর মালিকানাধীন জায়গায়টি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে রয়েছে তার ওয়ারিশগন।

ঈদগাঁও মৌজার বিএস ৭৮৭১ নং খতিয়ানের মোট ২০ শতক জায়গা রায়তি মালিক কাশিম আলী গংয়ের খরিদ্দার কাশী মোহন দে এর দুই পুত্র বিভূতি ভূষণ দে ও মনোরঞ্জন দে হতে বিগত ২১ জানুয়ারি ১৯৯৩ ইংরেজিতে ২৩২ নং কবলা দলিল মুলে কাশিম আলী গং হতে বিভিন্ন কবলা বায়াক্রমে খরিদ্দার জাফরুল্লাহ হেলালী হতে বিগত ১৪ ডিসেম্বর ১৯৮৯ ইংরেজিতে ২৯২২ নং কবলা দলিল খরিদ মালিক মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরী স্বত্বের মালিক হয়। ততমতে তিনি সহকারী জজ আদালত কক্সবাজারে স্বত্ব সাব্যস্তে দাখল স্থির মোকদ্দমা নং অপর ৫৫/২০০৫ ইরেজিতে আমান উল্লাহ চৌধুরী গংয়ের বিরুদ্ধে দোতরফাসূত্রে বিগত ১৮ এপ্রিল ২০১৮ ইংরেজিতে আদেশ প্রাপ্ত হয়। ২৪ এপ্রিল ২০১৮ ইংরেজিতে ডিগ্রি মুলে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বত্ব দখলীয় মর্মে প্রাপ্ত জমি হয়।ইতিপূর্বে তপশিলোক্ত জায়গা নিয়ে আমান উল্লাহ চৌধুরী গং কতৃক সহকারী জজ আদালত কক্সবাজারে অবৈধ দখল উচ্ছেদক্রমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনে দায়ের কৃত অপর ৪/২০০৫ মামলাটিও বিগত ২০১৪ ইংরেজিতে আমান উল্লাহ চৌধুরী স্বয়ং প্রত্যাহার করে নেয়ায় তপশিলোক্ত জমিতে মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বত্বদখলও প্রমাণিত হয়। অপরদিকে এ দোতরফা ডিগ্রিকে অস্বীকার করে স্থানীয় জনৈক জিয়া নামের প্রতিপক্ষ উক্ত জমিটি একটি ভূয়া খতিয়ান মুলে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে জাহাঙ্গীর গংয়ের ওয়ারিশদের দাবি। প্রকৃত পক্ষে উক্ত খতিয়ানের বিরুদ্ধে আদালতের একাধিক ডিগ্রি থাকা সত্বেও প্রভাবশালী প্রতিপক্ষ তা দখলে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছে মরহুম জাহাঙ্গীর গংয়ের ওয়ারিশ শিহাব গং। তাই তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযোগ উঠা জিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কাগজপত্র নিয়ে সাক্ষাৎ করবেন বলে জানান। এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs