রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহাল ইজারা না দিতে আইনি নোটিশ। মহেশখালীতে ফ্রি ফায়ার গেইম খেলতে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিশু’র আত্মহত্যা! রামু সমিতির ইফতার ও শহীদ শিহাব কবির নাহিদ স্বরণে দোয়া মাহফিল অনুষ্টিত

ঈদগাঁওতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট: এলাকাবাসীর নিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় এক রেমিট্যান্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর রোহিঙ্গা সন্ত্রাসীদের বর্বর হামলার অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন রেমিট্যান্স যোদ্ধা শওকত পারভেজ এবং ইউনুছ সওদাগর নামের এক দোকান মালিক ও তার স্ত্রী। স্থানীয় এলাকাবাসী এবং সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গত ২৪ জানুয়ারি রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে শওকত পারভেজের ওপর হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসী ফায়সাল আহমেদ ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দা, ছুরি ও লাঠি দিয়ে শওকতের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। শওকতের পকেট থেকে তারা ৩০,০০০ টাকা চুরি করে। একই সময় তারা ইউনুছ সওদাগরের দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ১২,০০০ টাকা এবং লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

হামলায় দোকান মালিক ইউনুছ সওদাগর ও তার স্ত্রী গুরুতর আহত হন। তাদের লাঠি ও রড দিয়ে মারধর করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুই আসামি ফায়সাল আহমেদ ও তার ভাই রাশেলকে ঘটনাস্থল থেকে আটক করে। তবে অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এই ধরনের হামলা, খুন, ও গুমের মতো ঘটনা বাড়তে পারে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী এবং স্থানীয় সচেতন মহল। তারা রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, ফায়সাল আহমেদ ভোটার আইডি কার্ড বানানোর চেষ্টা করলেও তা যাচাই-বাছাইয়ে বাদ পড়ে। এ বিষয়ে ঈদগাঁও নির্বাচন অফিসার হুমায়ূন কবির জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়ার চেষ্টা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

স্থানীয়রা রোহিঙ্গা সন্ত্রাসীদের শক্ত হাতে দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপার এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা উল্লেখ করেন, এ ধরনের সন্ত্রাসীদের অব্যাহত কর্মকাণ্ড কেবল এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করছে না, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাচ্ছে।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন দ্রুত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs