মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত: সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক ফরমান পিএমখালীতে ওএমএসের চাল পাচারের সময় ডিলারসহ ২১ বস্তা চাল জব্দ। বিশ্ব মুসলমানদের ঐক্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধু খুন! চকরিয়ার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত

ইদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে পূর্নমিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান রাজু
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

ইদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত

বুধবার (২৬ই এপ্রিল) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্নমিলনী অনুষ্ঠান ও বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ক্যাম্পাসে আবার যেন বসেছিল পুরোনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। তারপর বন্ধুদের সঙ্গে নিয়ে র‌্যালিতে অংশ নেন।র‌্যালিটি ঈদগাঁওর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

সকাল ৮টা থেকে শুরু হয়ে মিলনমেলা নাচ,গান, স্মৃতিচারণা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন।

বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন র‌্যালিতেও । এরপর সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। সে সময় সবার চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন ইদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। বুধবার দিনভর সেই পুরনো দিনেরই স্মৃতিচারণ করলেন গানে গানে কেজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিলো লাল-নীল বর্ণিল সাজে।

১৯৮৬ সাল প্রতিষ্ঠা থেকে ২০২২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে হারিয়ে যায় সেই পুরনো দিনে। নানান বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার,সদর রামু আসনের সাংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। আহবায়ক মামুন আল রশিদের সভাপতিত্বে দিন ব্যাপি চলে এই আয়োজন ।

পূর্নমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা জানান, আমরা স্কুল গন্ডি পেরিয়ে দেশ বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কেউ চিকিৎসক, গবেষক। কেউ সাংবাদিক অনেকে চাকরি,ব্যবসা আবার অনেকে রাজনীতি করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। হাজারো সুখের মাঝে স্কুল জীবনের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো আনন্দ পৃথিবীতে আর নেই। আজকের দিনটি জীবনের অন্যতম স্মরনীয় দিন বলেও মন্তব্য করেন।

এত বছর পর হলেও বিদ্যালয়ের পূর্নমিলনী অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের ধন্যবাদও জানান তারা। এসময় প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল অঙ্গণ প্রাণবন্ত ছিল।

পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাতে আতশবাজি ফুটিয়ে,নাচে,গানে জাঁকজমকপূর্ণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs