সংবাদ বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’ কক্সবাজার জেলা সংসদ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে, চিত্রাংকন ও চিঠি লেখা প্রতিযোগিতা এবং একুশের নানা অনুষ্ঠানমালার।
আগামী ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানমালা শুরু হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে, গান, আবৃত্তি, নৃত্য ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৩টায় উপস্থিত থাকার জন্য এবং আপামর সংস্কৃতিপ্রেমিদের একুশের অনুষ্ঠানমালায় আসার জন্য উদাত্ত আহŸান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মনির মোবারক।