শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ কক্সবাজার জেলার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি  আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত।

রিয়াজ উদ্দিন, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার পঠিত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজার জেলার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি  আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি পরীক্ষা,যেটি ২০১৫ সাল থেকে আজ অবধি দীর্ঘ ৮বছর চলমান রয়েছে।

আজ (২৮ অক্টোবর) সকাল ১০টায়  আইডিয়াল ইনস্টিটিউট ও ছুরতিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়সহ প্রি—ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ১৮০৬ জন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। কক্সবাজার সদরের বাংলাবাজারে আইডিয়াল ইনস্টিটিউট ও ছুরতিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা দুই প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র হিসেবে নিধার্রণ করেছে পরীক্ষা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।  এমআরএস আইডিয়াল ফাউন্ডেশন এর চেয়াম্যান মিজানুর রহমানের নেতৃত্বে  ও আইডিয়াল ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সভাপতি এম দেলোয়ার সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় ২০১৫ সাল থেকে এই পিএসসি মেধাবৃত্তি পরীক্ষা চলমান রয়েছে।

২০২৩ সালের পিএসসি মেধাবৃত্তি পরীক্ষায় ১৮০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানান আয়োজক কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি আরো জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও জেলার প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে  শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও মেধা যাচাইয়ের লক্ষ্যে ২০১৫ সালে এই উদ্যোগ গ্রহণ করি। বর্তমান ৮বছর পর্যন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা চলমান রয়েছে। এতে  স্কুলের  পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক—শিক্ষিকা ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs