অপ্রতিরোধ্য গতিতে বীরদর্পে চলা বনদস্যূ ও ধর্তব্য অপরাধের ডন কলিমউল্লাহ অবশেষে পুলিশের জালে বন্দি হয়ে পড়েছে।ফলে একটু হলেও এলাকার সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে থাকে চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী-রির্জাভ পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার-কলিমউল্লাহ(৩০) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছগির আহমদের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী সংবাদ ব্রিফিং এ বলেন,আটক করা বনদস্যূ ও বিভিন্ন মামলার পলাতক আসামী কলিমউল্লাহকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে বন মামলা-১০৮/২০ইং,৯৩/২১ইং,৩২/২২ইং সহ পিওআর ৩টি মামলা রয়েছে।এছাড়াও চকরিয়া থানার মামলা নং-০৬/০৬-২২ইং,১৬/২৯৭-২৩ইং,৪৬/২২৭-২৩ইং মামলার আসামী।তাকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।