প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দক্ষ, সৎ ও বিনয়ী পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবু সুফিয়ান এর বিদায় উপলক্ষে তাঁর সম্মানে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা কমান্ডার মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান, সাবেক জেলা কমান্ডার নুরুল আবছার।
সমাবেশে বক্তাগণ বিদায়ী আবু সুফিয়ান এর সীমাহীন আন্তরিকতা, সম্মানজনক ব্যবহার এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর প্রশংসনীয় ভুমিকার কথা স্মরণ করেন৷ ভবিষ্যতেও তাঁর সহমর্মিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর ও পরিবারের সদস্যদের দীর্ঘায়ু, সুস্থ এবং সুন্দর জীবন কামনা করেন। সর্বোপরি তাঁর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
আবু সুফিয়ান বক্তব্যে জীবনের সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।