কক্সবাজার শহরের নাজিরারটেক শুটকি মহালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে মহালের তিন বড় আড়ং পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ মে বুধবার ভোর ৬ টা নাগাদ এ ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে দ্রুত ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর আগুণ নিয়ন্ত্রণ দলের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের অঘটন থেকে রক্ষা পেয়েছে পুরো শুটকি মহাল।
আগুনে পুড়ে যাওয়া তিন আড়তের মালিকরা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ব্যবসায়ীরা।
জানাযায়,শুটকি পল্লীর ব্যবসায়ী আবদুল জব্বার, কামাল উদ্দিন, নুরুল করিমের ৩টি মাছের আড়তে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায় । ধারণা করছে মশার কয়েল কিংবা সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল জব্বার বলেন, আমার শুটকির আড়ং এ ২২ লক্ষ টাকা মালামাল ছিল কিছুই রক্ষা করতে পারিনি সবকিছু পুড়ে ছাই। এগুলোই আমার সহায় সম্ভল ছিল এখন ঋণের বোঝা কিভাবে সইবো।
আড়তে থাকা শুটাকি মাাছ, মাছ ধরার জাল,নাপ্পি সহ বিভিন্ন সরঞ্জাম কিছুই রক্ষা করতে পারেনি।