শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

রামুর চাকমারকুলে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, লম্বা দা নিয়ে হামলার ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪০৭ বার পঠিত

রামু সংবাদদাতা।
রামুর চাকমারকুলে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এতে প্রাণে রক্ষা পেলেও শরীরে একাধিকস্থানে গুরতর জখম পেয়েছেন আশিকুর রহমান (২৮) নামের ওই যুবক। বৃহষ্পতিবার (১৫ জুলাই) বিকাল তিনটায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল জালাইলতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত আশিকুর রহমান পশ্চিম চাকমারকুল ভুতপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। মূমুর্ষ অবস্থায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
আহত আশিকুর রহমান জানিয়েছেন-নিজ বাড়ি থেকে তিনি ওই এলাকার নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জারাইলতলী এলাকায় পৌঁছলে ৬/৭জন ব্যক্তি লম্বা দা, লাটি-সোটা নিয়ে তার গতিরোধ করে তাকে হত্যার চেষ্টা চালায়। হামলাকারিরা হলেন-জারাইলতলী এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত আবদুল কুদ্দুসের ছেলে ছুরুত আলম, ছুরুত আলমের ছেলে কাউসার, আবদুল জব্বারের ছেলে ফরহাদ, আবদুল হাই এর ছেলে নুর উল্লাহ, আবদুল জব্বার ও রহিম উল্লাহ।
হামলাকারিরা দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হলেও প্রাণে রক্ষা পান আশিকুর রহমান। তবে দা এর কুপ লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে এবং কাঁধে লাঘলে তিনি রক্তাক্ত জখম পান। এসময় হামলাকারিদের কয়েকজন তাকে লাটি-সোটা নিয়ে এবং শারীরিকভাবে মারধর করেন। মারধরের এক পর্যায়ে আশিকুর রহমান ঘটনাস্থলে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আশিকুর রহমানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলাকার শিকার আশিকুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন-আশিকুর রহমানের মামা জসিম উদ্দিনের সাথে হামলাকারিদের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে মামার বাড়ি যাওয়ার পথে আশিকের উপর এ হামলা চালানো হয়েছে। হামলাকারিরা বিভিন্ন সময়ে তার মামা জসিম উদ্দিনকেও হত্যা সহ বিভিন্নভাবে হয়রানির হুমকী দিয়ে আসছিলো।
এদিকে হামলা চলাকালে লম্বা দা নিয়ে আশিকের উপর হামলার চেষ্টা চালান নুর উল্লাহ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারেরও জোর দাবি জানান এলাকাবাসী।
এদিকে বর্বরোচিত এ হত্যাচেষ্টার ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত আশিকুর রহমান। তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানিয়েছেন-তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs