শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে “আওয়াজ”র আত্মপ্রকাশ জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাত, নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার। প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি উখিয়ার ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক আটক ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার পাঁয়তারা কক্সবাজার সমুদ্রে যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাম্পের শুল্ক থেকে তিন মাস রেহাই পাবে বাংলাদেশসহ অনেকে, চীনের কাঁধে আরো বোঝা খুটাখালীতে অপহৃত যুবকের মোটরসাইকেল উদ্ধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হিজড়া গোষ্ঠীর উৎপাত, ট্যুরিস্ট পুলিশের বিরুদ্ধে স্লোগান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃতি শিক্ষার্থী মো. ফাতিন মুসতাহসিন’র লেফটেন্যান্ট কমিশন লাভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. ফাতিন মুসতাহসিন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে লেফটেন্যান্ট কমিশন লাভ করেছেন। তিনি ৮৭ বিএমএ লং কোর্স থেকে তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে গত ৩ ডিসেম্বর ২০২৪  কমিশন অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত হন। তিনি ৪০ ইধহমষধফবংয ওহভধহঃৎু জবমরসবহঃ (ইওজ), পদাতিক কোর এ মনোনীত হয়ে বগুড়া ক্যান্টনমেন্টে যোগ দিতে যাচ্ছেন।

লেফটেন্যান্ট ফাতিন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ছাত্র জীবনে তিনি বহুধা প্রতিভার বিকাশ ঘটান। তিনি গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, ভাষাযোগ, খেলাধূলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশ গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত বন্ধুসুলভ এবং সামাজিক দায়িত্ব সম্পন্ন মানুষ।

কক্সবাজার শহর বেড়ে ওঠা ফাতিন এর গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্র পুর ইউনিয়নে। তার পিতা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক মো. আবু তৈয়ব ও মা বিলকিস সুলতানা। দেশের জনগণের আস্থারস্থল সেনাবাহিনীর সাথে ছেলেকে যুক্ত করতে পেরে বাবা—মা উভয়ে গর্বিত। তারা লেফটেন্যান্ট ফাতিনের আরও সাফল্য ও উচ্চ মর্যাদার জন্য সকলের দোয়া কামনা করেন। তার একমাত্র বড় ভাই মোহাম্মদ ফাহিম মুসতাহসিন সম্প্রতি বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।

উল্লেখ্যঃ লেফটেন্যান্ট ফাতিন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে বেসিক প্যারা কোর্স বা বিপিসি সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs