বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় লবণ মাঠ দখল নিতে গুলি ছোঁড়া ২অস্ত্রধারী আসামী গ্রেপ্তার সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ২১৪ রোহিঙ্গা উদ্ধার, ট্রলার জব্দ এসএসসি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা জালালাবাদে ঘটক শুক্কুরের জমি জবর দখল চেষ্টার অভিযোগে -রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা  চকরিয়ায় বনের হরিণ শিকার করে জবাই!নিরব সংশ্লিষ্ট বনবিভাগ রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত: সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক ফরমান পিএমখালীতে ওএমএসের চাল পাচারের সময় ডিলারসহ ২১ বস্তা চাল জব্দ। বিশ্ব মুসলমানদের ঐক্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল প্যানোয়া নিউজের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পেলেন সরওয়ার সাকিব

কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদুল আলম রনি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ফরিদুল আলম রনি:

তরুণ মেধাবী কলম সৈনিকদের প্রিয় সংগঠন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দিদারুল আলম জিসান। যুগ্ম আহ্বায়ক সম্পাদক ফরিদুল আলম রনি ও ওমর ফারুক সোহাগ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি শাহাজাহান চৌধুরী শাহীন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশীদ, এসএ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আহসান সুমন,দৈনিক আপন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম, ই-টেন টিভির জেলা প্রতিনিধি আব্দু রাজ্জাক, সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোসাইন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম নোবেল, নিউজ টুয়েন্টি ওয়ান এর প্রতিনিধি মোহাম্মদ শহীদ, কক্স টিভির ব্যবস্থাপনা পরিচালক রিদুয়ানুল ইসলাম, কক্স সময় টিভির নির্বাহী পরিচালক মো: রমজান, কক্সবাজার এস টিভির প্রতিনিধি মো: আজাদ, আনন্দ টিভির উখিয়া প্রতিনিধি নুরুল আলম, কক্সবাজার দর্পণের বার্তা প্রধান রাসেল তালুকদার, দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার শাখাওয়াত হোসেন, সিবিসি নিউজের প্রতিনিধি মো: একরাম, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি দিদারুল ইসলাম কাজল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: সোহেল, দৈনিক আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, সাংবাদিক সংসদের সদস্য রমজান সিকদার, ফটো সাংবাদিক সিরাজুল ইসলাম, দৈনিক মেহেদী পত্রিকার চীফ রিপোর্টার মো: মনছুর আলম, দর্পণের প্রতিনিধি মো: ইউছুপ, ফটো সাংবাদিক সাজ্জাদ হোছেন, কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শাহাবুদ্দিন চৌধুরী, কক্সবাজার বিএনপির মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন, নারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন, যাতে আগামীর বাংলাদেশ আরও সুন্দর হয়। কক্সবাজারকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার এবং সত্য সংবাদ প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার সাংবাদিক কল্যাণ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দিদারুল আলম জিসান।

সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করলে সমাজের অগ্রগতি সম্ভব হবে- এমনটাই মত দেন উপস্থিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs