শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় যাত্রীবাহী বাস আর সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-২ রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (আইডব্লিউআর) প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা অনুষ্টিত হয়। বর্ণাঢ্য আয়োজনে সিবিআইইউতে পহেলা বৈশাখ পালন। রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। মহেশখালীতে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপির কর্মী নিহত, আটক-১। কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে উখিয়ারসেই ১৩ এসএসসি পরীক্ষার্থী রামুতে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু। গর্জনিয়া বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমির হামজা মহেশখালীতে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন রামু সমিতির সাধারণ সভা ও পরিবারিক মিলনমেলা অনুষ্টিত

Jhpiego ‍কর্তৃক কক্সবাজারে প্রকল্প কার্যক্রমের মেয়াদ শেষান্তে Dissemination workshop ও মিলনমেলার আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

রূপালী সৈকত ডেস্ক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে World Bank এর অর্থায়নে, UNFPA এর কারিগরি সহযোগিতায় Health and Gender Support project এর আওতায় গত জানুয়ারী ২০২২ সাল থেকে Jhpiego বাংলাদেশের কক্সবাজার জেলার সদর, রামু, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার ২০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং ৮ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকার সারভাইভারদের প্রাথমিক মনোসামাজিক সেবা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং আইনি সহায়তা কার্যক্রম সহ বিভিন্ন সেবা পরিচালনা করে আসছে। পরবর্তীতে আগামী ৩০জুন বাংলাদেশের সাথে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। এরই পরিপ্রেক্ষিতে প্রকল্পের সকলকে সাথে নিয়ে একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়।

এই প্রকল্পের প্রথম পর্বের কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৪ তারিখ এ শেষ হবে। এই উপলক্ষে ২৬ জুন ২০২৪ তারিখ Hotel The Cox’s Today তে Share the best Practices and Learning of the Health and Gender Support CXB Project এর Dissemination workshop এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ ডা. মং টিং ঞো, কক্সবাজার সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সিনিঃ সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কক্সবাজার এর সহকারি পরিচালক মোঃ ওমর ফারুক, উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ ও লজিস্টিক ইউনিটের ডেপুটি ডিরেক্টর জাকিয়া আক্তার, মেডিকেল অফিসার ডা: মো: নুরুস-সাফা চৌধুরী, মেডিকেল অফিসার (ক্লিনিক), সাংবাদিক ওয়াহিদ রুবেল ও জসিম উদ্দিন, ডা: সিরাজাম মুনিরা প্রমুখ।

উক্ত Dissemination workshop এর সভাপতিত্ব করেন কক্সবাজার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো এবং সঞ্চালনায় ছিলেন তাহিনা জামান।

Dissemination workshop এ Share the best Practices and Learning of the Health and Gender Support CXB Project এর মূল আলোচনা করেন Dr. Gazi Md Rezaul Karim, Program Director-SRHR. তিনি তাঁর আলোচনায় প্রজেক্ট এর মূল অর্জন সমূহ আলোচনা করেন এবং ভবিষ্যতে যাতে এই সেবা সমূহ চলমান থাকে এই অনুরোধ করেন। ৪ টি ষ্টল স্থাপন করে প্রজেক্ট এর মূল কার্যক্রম সমূহ প্রদর্শন করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীগণ ষ্টল সমূহ পরিদর্শন করেন এবং ভূয়সী প্রসংশা করেন।

উক্ত Dissemination Workshop এ ৪ (চার) জন মিডওয়াইফ, ২ (দুই) জন মিডওয়াইফ সহকারী, ২ (দুই) জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ২ (দুই) জন ক্লিনার, ১ (এক) জন সিকিউরিটি গার্ড কে তাঁদের কাজের স্বীকৃতি হিসাবে স্বরুপ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

এসময় বক্তারা উপস্থিত অংশগ্রহণকারী প্রজেক্ট এর কার্যক্রমের অর্জন সমূহের প্রসংশা করেন এবং প্রজেক্টটি যাতে চলমান থাকে সেই অনুরোধ করেন।

এসময় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে জিরো হোম ডেলিভারী অর্জনের লক্ষ্যে সমাজে সচেতনতা সৃষ্টি এবং স্টেকহোল্ডাগণের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা চিহ্নিত করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া সচেনতা সৃস্টি ও স্টেকহোল্ডারগণের সম্পৃক্ততা বৃদ্দির জন্য জেলা, উপজিলা, ইউনিয়ন পর্যায়ে সরকারি, বেসরকারি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে Advocacy Meeting করা হয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহণের জন্য বাড়ি বাড়ি গিয়ে মায়েদের পরামর্শ সহ বিভিন্ন স্টিকার, লিফলেট বিতরণ ও গর্ভবতী মায়েদের সেবা গ্রহণের জন্য রেফারেল স্লীপ দেয়া হয়।

সেবা কেন্দ্রতে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য প্রতি সেন্টার এ ২ জন মিডওয়াইফ, ২ জন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs