মিজানুর রহমান
সারাদেশের ন্যায় কুতুবদিয়াও ১৪ নভেম্বর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৯শ ৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। তবে, ভোকেশনালে কোন পরীক্ষার্থী নেই।
এব্যাপারে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী দৈনিক রূপালী সৈকতকে জানান, উপজেলার ৩টি কেন্দ্রে ১হাজার ৫শ ৫৯ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ১টি কেন্দ্রে ৪শ ২৫ জন পরীক্ষার্থী অংশ করবেন। দ্বীপের শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে সর্বোচ্চ তালিকায় ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪৭৭ জন এবং মাদ্রাসা পযার্য়ে লেমশীখালীর আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসায় ৭৯ জন অংশগ্রহণ করবে। তবে, ভোকেশনালে কোন পরীক্ষার্থী নেই। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য সকল পরীক্ষার্থীদের বোর্ডের নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ করেছেন তিনি।