সরওয়ার সাকিব।
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে বেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ইসরার হাসানাইন এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পায়।
রবিবার (২৭ জুন) সকাল পৌন ৮ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় ইসরার হাসনাইন (১৫)। ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমানুল্লাহ ছেলে।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায় বলেন, লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয় লাইফগার্ড, ভাসাজালের জেলেদের সহায়তায় কূলে আনা হয়।