প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৮:৩৫ পি.এম
লামায় ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, লাখ টাকা জরিমানা

মুহাম্মদ এমরান,লামা(বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন আজিজনগর ইউনিয়নের নাজিরাম পাড়া এলাকায় এসবিএম ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫ইং) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান ।
মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশি ৫৪০ (পাঁচশত চল্লিশ) ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভানোর পাশাপাশি স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.