প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১১:৩৭ পি.এম
মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম.এ.কে.রানা,মহেশখালী:
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মহেশখালী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ রেজাকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোছাইন এর সভাপতিত্বে মোহাম্মদ সুজাত ও রুহুল কাদের এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী মিফতাহুল মাওয়া জবিন এর কুরআন তেলওয়াতর মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ। পরে বিদায়ী সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ রেজাকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী মানপত্র প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রধান অতিথি মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো. সাখাওয়াত হোছাইন, সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আনোয়ার হোছাইন, মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার জাকের হোছাইন, মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা মাষ্টার মির কাসেম আলী, মাষ্টার নাজেম উদ্দীন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সরওয়ার কামাল সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান, দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.