প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৪৩ পি.এম
মাতারবাড়ীতে তৈয়্যবিয়া মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এম.এ.কে.রানা,মহেশখালী:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে ৪১তম আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) কেবলা’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসার অডিটরিয়াম কক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান আল কাদেরী’র সভাপতিত্বে ও শিক্ষক হেফাজ উদ্দীন এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান হানিফ, পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মাষ্টার মির কাসেম, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার কফিল মাহমুদ, মাওলানা মামুনুর রশিদ, অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোছাইনসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য আবুল হাসেম, নুরুল আবছার আল কাদেরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম কোম্পানি, গাজী শেখ ফরিদ, মুহাম্মদ নুরুল কবির, মৌলানা মো. নাছির উদ্দিন, মো. হেফাজ উদ্দীন, মাষ্টার আবদুল আজিজ, মৌলানা মফিজুল আলম, ফাতেমা বেগম, জারিয়াতুল মোস্তফা, জোসনা বেগম, শাহাব উদ্দিন, জুয়েল হোছাইন, মৌলানা শাহেদ ইকবাল, নজরুল ইসলামসহ প্রমুখ।
এদিকে পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে আনন্দ-উল্লাসে উদযাপন করেছেন তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.