প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:১০ এ.এম
মহেশখালীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

এম.এ.কে.রানা,মহেশখালী:
মহেশখালীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী বালক-বালিকা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মহেশখালী মডেল হাই স্কুল খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দল বনাম মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বালিকা পর্যায়ে ফাইনাল খেলায় মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়।
উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ এবং উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.