প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৩:১৪ পি.এম
বাইশারী ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদল ছাত্রদলের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলের পরিচালনায় ছাত্র দলের আবদুল্লাহ আল মামুনের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আমিরুল কবির রাকিব, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুর রশিদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, সদস্য সচিব ফয়েজ আহমেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসাইন,নাইক্ষ্যংছড়ি সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেম, প্রমূখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনজুরুল ইসলাম।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.