প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:৩৯ এ.এম
নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন শুরু হয়।
নাইক্ষ্যংছড়ির স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.