প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ২:০৪ এ.এম
নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে ওয়ান শুটারগানসহ একজন আটক!

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি(বান্দরবান):
নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ বিকসান মিয়া (৩৪) নামে একজনকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি থনার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন খবরে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত (১:৩০) দেড়টা দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জারুলিয়াছড়ি এলাকার লামার পাড়ার কবির হোসেনের তামাক ক্ষেতে ৮-৯জন লোক অপরাধমূলক কর্মকান্ড করার জন্য সমবেত দেখে কবির হোসেনের ছেলে বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানায় দ্রুত সংবাদ দেয়। তাৎক্ষণিক থানা পুলিশের একটি টহল দল সংবাদের ভিত্তিতে দিবাগত রাত দেড়টায় ঘটনা স্থলের কাছে পৌঁছে।
তখন এলাকার লোকজন অস্ত্রসহ ডাকাত দলের একজনকে আটকাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, এনামুল হক ও তার ভাই সালামত উল্লাহ তামাক ক্ষেতের পাশে গেলে দেখতে পাই সশস্ত্র ডাকাত দল সমবেত হইয়া ডাকাতের প্রস্তুতি নিচ্ছে । ডাকাত দলের লোকেরা এনামুল হক ও তার ভাই ছালামাত উল্লাহ মুখে টর্চ লাইট মারতে থাকলে তখন এনামুল হক টর্চ লাইট নামিয়ে বন্ধ করে ফেলার জন্য বললে ডাকাত দলের মধ্যে একজন উত্তেজিত হয়ে এনামুল হক এর দিকে অস্ত্র সজ্জিত (তাক) করে। তখন তার ভাই সালামত উল্লাহ এনামুলের দিকে সজ্জিত অবস্থায় দেখতে পেয়ে সালামাত উল্লাহ সামনের দিকে সুকৌশলে এগিয়ে গিয়ে দুই ভাই অস্ত্রসহ একজনকে ঝাপটিয়ে ধরে সুচিকিৎসার করলে আশেপাশে তামাক ক্ষেতের লোকজনারা চিৎকার শুনতে পেয়ে মোবাইলের লাইট,কেউ আবার টর্চলাইট মারতে মারতে ঘটনাস্থলে এগিয়ে আসে। তখন অন্যান্য ডাকাতেরা দিকবিদিক দৌড়ে পালিয়ে যায়।
এসময় আটককৃত বিকসান মিয়া থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ তাজা গুলি জব্দ করা হয়।
আটককৃত আসামি নরসিংদী জেলা সদরের পাঁচদোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান বাড়ীর সোলাইমান মিয়ার ছেলে। সে সেনাবাহিনীর চাকুরীচ্যুত সদস্য বলে স্বীকার করেছেন
আটককৃত বিকসান মিয়া বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের পক্রিয়াধীন রয়েছে।
থানা সুত্রে জানায়, জব্দকৃত দেশীয় ওয়ান শুটারগানের ভেতর একটি লোডেট করা একটি তাজা গুলি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.