প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৩:০৫ পি.এম
চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ অস্ত্র সহ দুই ডাকাত,মাদক ও চুরি হওয়া একটি টমটম গাড়ী উদ্ধার করেন পুলিশ আর সেনাবাহিনী।
গত শনিবার রাত থেকে রবিবার সকাল ৮পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ আর সেনাবাহিনীর যৌথ ডেভিল হান্ট অপারেশন অ়ভিযান চালিয়ে এসব আটক আর উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ তৈয়ব (২৬) চট্টগ্রাম সিটির ১৭ নং ওয়ার্ডের চকবাজার ডিসি রোড এলাকার মৃত মনু মিয়ার ছেলে ও মোঃ নাজিম (২৫) একই ওয়ার্ডের রাহাত্তারফুল এলাকার মোঃ রফিকের ছেলে।
মোঃশফিউল আলম (২৪) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির মাস্টার পাড়ার আবু শামার ছেলে ও মোঃ রিফাত (২০) চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামূহুরী এলাকার খায়ের খান প্রঃ হাবিব নুরের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে ১টি এলজি ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার সহ তৈয়ব আর নাজিমকে গ্রেফতার,১৯৩০টি ইযাবা সহ শফিউল আলমকে ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী সহ রিফাত গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,ডেভিল হান্ট অপারেশন নামক অভিযানে পুলিশ আর সেনাবাহিনী পৃথক আর যৌথ অভিযান পরিচালনা করেন।এতে মালুমঘাট থেকে অস্ত্র সহ ২ডাকাত,মাদক সহ ১জন ও টমটম উদ্ধার সহ ১লোককে আটক পূর্বক আদালতে সোপর্দ্দ করা হয়েছে ।
উপরোক্ত আসামীদের চকরিয়া থানার মামলা মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.