প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১:৩৩ এ.এম
ঘুমধুম সীমান্তে থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি ঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্ত এলাকার থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ মর্টাল শেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার সময়ে ঘুমধুম তুমব্রু বাজারে এক ছেলে অবিস্ফোরিত মর্টাল শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে ।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.