ফরিদুল আলম রনি, রামু প্রতিনিধি:
নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রামু উপজেলার হাটবাজার ইজারা সম্পন্ন হয়েছে।০৬ মার্চ (বৃহস্পতিবার) রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টা থেকে উম্মুক্ত টেন্ডার বক্সে দরপত্র রাখা শুরু করে, দুপুর ১টায় সিল গলা করে দেয়।
বিকাল ৩ টায় রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের নেতৃত্বে জন সম্মুখে টেন্ডার বক্স খোলে দরপত্র পড়ে শোনান। এতে রামু উপজেলার ১৪৩২ বাংলা সনের ইজারাদার নির্বাচিত হন গর্জনিয়া বাজার তৌহিদুল ইসলাম, রামু ফকিরা বাজার আবুল বশর বাবু।
মিঠাছড়ি কাটিরমাথা ও পানেরছড়া বাজার জাবেদ ইকবাল, কাউয়ারখোপ বাজার মির্জা নুরুল আবছার, পাজ্ঞেগানা বাজার ছানা উল্লাহ সেলিম, চাকমারকুল কলঘর বাজার আব্দুর রশিদ, পানিরছড়া মামুন মিয়ার বাজার মোহাম্মদ নবী, জোয়ারিয়ানালা ও উত্তর মিঠাছড়ি বাজার হেমসেল সরওয়ার, হিমছড়ি বাজার রিদুয়ান ছিদ্দিক, ও রশিদ নগর নতুন বাজার নাছির আহমদ প্রমুখ। এছাড়া ধেচুয়া বাজার, পশ্চিম উমখালী বাজার ও ঈদগড় বাজারের যথাযথ দরপত্র না পড়ায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা ভুমি কর্মকর্তা সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী, ওসি তদন্ত শেখ ফরিদ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সবশেষে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী RAB, আনসার , র্যবসহ উপস্থিত সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান,