প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:০১ এ.এম
উখিয়া সিএনজি ষ্টেশন দখলকে কেন্দ্র করে যুবদল ও শ্রমিক দলের মধ্যে সংঘর্ষে আহত-৬

কক্সবাজার উখিয়ায় সিএনজি স্টেশনে চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল, শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে উখিয়া সদর স্টেশনে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো শ্রমিক নেতা মোহাম্মদ আলম,মোরশেদ ও সৈয়দ নূরসহ কয়েকজন।তাদেরককে উখিয়া হাসপাতাল ভর্তি করা হয়েছে । তবে এই ঘটনায় যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মী দু'গ্রুপ একে অপরকে দায়ী করে পরস্পর বিরোধী অভিযোগ করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ হোসেন জানান খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার অভিযোগ করে বলেন , রবিবার সকালে সিএনজি স্টেশনে মোরশেদ ও জুয়েল সহ কয়েকজন লাঠি সোটা নিয়ে অন্যভাবে ড্রাইভারদের নিকট থেকে চাদা দাবী করলে ঘটনার সূত্রপাত হয়। তিনি এ ঘটনায় সাবেক যুবদলের সভাপতি আহসান উল্লাহকে দায়ী করেন।
অপরদিকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, বিবদমান সিএনজি শ্রমিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে তিনি জড়িত নয়। তিনি অভিযোগ করে বলেন, সকালে অতর্কিত অবস্থায় ২০-৩০ জনের গ্রুপ সাইফুল সিকদারের নেতৃত্বে উখিয়া সিএনজি স্টেশনে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে সিএনজি স্টেশন দখল করার হুমকি ফিতে না দিতে সিএনজি সমিতির মোর্শেদের উপর হামলা শুরু করে। একপর্যায়ে মোর্শেদকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও দাঁত দিতে কামড় দিয়ে রক্তাক্ত করে। এরই প্রেক্ষিতে শ্রমিকদের সাথে সাইফুল সিকদারের সন্ত্রাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
Copyright © 2025 Dainik Rupali Saikat. All rights reserved.