রূপালী ডেস্ক।
টেকনাফে অপহৃত যুবক রবি আলমকে (২৬) সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছেন স্বজনরা। বুধবার সকাল ৮টার সময় রঙ্গিখালী গহিন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। রবি আলম টেকনাফের হ্নীলা রঙ্গিখালী জুম্মাপাড়ার কামালের ছেলে। বুধবার সকাল ৮টার সময় সাত লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান কামাল। রবি আলমকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আলীখালী ২৫নং ক্যাম্পের আইআরসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে পাঠানো হয়েছে। উদ্ধারের পর তার গায়ে সিগারেট ও মশার কলেয়ের পোড়া দাগ এবং আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান যুগান্তরকে জানান, তাদের দুগ্রুপের টাকা লেনদেনের দ্বন্দ্বে রবিকে অপহরণ করা হয়েছে বলে শোনা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অপহরণকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, গত ছয় দিন আগে তাকে রোহিঙ্গা ও স্থানীয়দের যোগসাজশে অপহরণ করা হয় বলে দাবি করে উদ্ধার হওয়া রবি আলমের পরিবার।