সাইফুদ্দীন আল মোবারক
উখিয়ায় পালংখালীতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ও ১২ ক্যান বিয়ারসহ ৪জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ । গ্রেপ্তার আসামিরা হলেন,গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম,আব্দুর রহিমের ছেলে রেয়াজুল করিম,আব্দুস সালামের ছেলে সাখাাওয়াত হোসেন মোল্লা, মৃত সোনা আলীর ছেলে জয়নাল উদ্দিন।এসময় গুরা মিয়া নামে এক আসামি পালিয়ে যায় । রবিবার (৭ নভেম্বার ) রাত ৮-টার দিকে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান,রবিবার বিকাল ৫টার দিকে গোপন খবর পেয়ে উখিয়া থানার আওতাধীন পালংখালী ইউপিস্থ গয়ালমারা এলাকায় র্য্যাব ১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে ।এসময় তাদের হেফাজতে থাকা ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয় । ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে টেকনাফ মডের থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।