আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়িঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বাংলাদেশের দক্ষিণ-পূর্বের সর্বশেষ দোছড়ি ইউনিয়নও বিদ্যুতের আওতায় এল। প্রায় ১১কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দীর্ঘ ৫১বছর পর আলোকিত হলো এই ইউনিয়ন। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। দোছড়িতে বিদ্যুতায়নের মাধ্যমে উপজেলার পাঁচ ইউনিয়নে এখন বিদ্যুতের আলো পৌঁছাল। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা ব্যাহতকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সীমান্ত জনপদ দোছড়ি ইউনিয়নে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। সর্বশেষ মোবাইল নেটওয়ার্কের দাবিও শীঘ্রই পূরণ করার ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, যত শান্তি থাকবে তত উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোনো আস্তানা যাতে এখানে গড়ে না ওঠে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান তিনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহর সভাপতিত্বে দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান ও জেলা আওয়ামী লীগের সদস্য তছলিম ইকবাল চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোং, জেলা পরিষদের সদস্য ক্যানোয়ান চাক, ইউএনও সালমা ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ার ম্যান মংলা ওয়াই মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আবচার,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমূখ।
এর আগে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রেস্ট হাউসে জেলা পরিষদের অর্থায়নে এমব্রয়ডারি মেশিন ও মাস্ক বিতরণ করেন মন্ত্রী।