নুরুল করিম,মহেশখালী:
মহেশখালীতে ৪০ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা।
শুক্রবার (১৯ ই এপ্রিল) জুমার নামাজ শেষে মহেশখালী উপজেলার হংস মিয়াজির পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ হোছাইন (৬৩) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী।
ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ হোছাইন মাতারবাড়ী’র মগডেইল এলাকার মরহুম হাজ্বী মৃত মোহাম্মদ ইব্রাহিম খলিল ছেলে।দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন আজ।
জুমার নামাজ শেষে ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ হোছাইন’কে ফুলের মালা পরিয়ে বিদায় সংবর্ধনা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা’সহ বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন মসজিদ পরিচালনা কমিটি এবং শেষে মুসল্লিদের সাথে নিয়ে ইমামকে সম্মান জানিয়ে পায়ে হেঁটে
পৌঁছে দেন বাড়িতে।
এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারী মোহাম্মদ হোছাইন তিনি বলেন, জীবনের দীর্ঘসময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।
মুসল্লি’রা বলেন, হুজুর মসজিদে ইমামতির পাশাপাশি এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। হুজুরকে এক নজর দেখতে বাড়ির সবাই রাস্তার পাশে হাজির হন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিদায় মানেই বেদনার। আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪০ বছর আমাদের দ্বিনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ