মোঃ উসমান গণি।
সরকারের নির্দেশনা অনুযায়ী ২০মে থেকে ২৩ জুলাই সাগরে মৎস্য আহরণ মোট ৬৫ দিন বন্ধ ঘোষনা করা হয়েছে। গত-২৯/৩০ মে শনিবার ও রবিবার কক্সবাজারের ৬নং মাছ ও উত্তর নুনিয়াছড়া ঘাটে এই আইন অমান্য করায় সাগরে মৎস্য ধরার অপরাধে ০৫টা নৌকা হইতে অভিযান করে ৩৫,০০০ হাজার মিটার কারেন্ট জাল,৪টা বেহুন্দি জাল ও ০২টা টানা জাল আটক করে পুড়িয়ে দিয়েছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সদর, কক্সবাজার । এতে কোস্টগাড এর সহযোগিতা নেতৃত্বদেন তারাপদ চৌহান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সদর, কক্সবাজার,মোঃ জাহাঙ্গীর আলম,ক্ষেত্র সহকারী, ও মনজুর আহমেদ, সদর, কক্সবাজার
জন সম্মুখে উক্ত আটক কৃত জাল সমুহ পুড়িয়ে ফেলা হয়, ভাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ২৮,০০০ টাকা , ৪৪০ কেজি মাছ জব্দ করা হয় এবং সেগুলো এতিম খানায় বিতরণ করা হয় ।