নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং’য়ে মোঃ ইলিয়াছ নামক এক কৃষকের বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে ধরে এনে গুরুতর মারধর করেছে বলে জানা জানায়। যার মধ্যে প্রিয়দর্শী বড়ুয়ার ছেলে রানা বড়ুয়া (২৭) কে চোর সন্দেহের জের ধরে গুরুতর মারধর করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
এই সময় তার হাতে থাকা পাঁচ হাজার টাকাও কেড়ে নেয় বলে জানিয়েছেন ঐপরিবার। গতকাল বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় রইক্ষ্যং ষ্টেশনের দক্ষিনে এ ঘটনা ঘটে।
প্রিয়দর্শী বড়ুয়া সাংবাদিকদের জানায়,রানা বড়ুয়া ঘর থেকে বের হয়ে কাপড় সেলাইয়ের মেশিন কিনার জন্য বের হয়ে রইক্ষ্যং বাজারে এসে দাঁড়ায়,তখন আবুল কাশের পুত্র শাহ আলম নুরুর পুত্র রুস্তম আলী মকতুলের পুত্র শামমুদ্দীন,সহ ৭/৮ জন মিলে বেধড়ক মারধর করেছে বলে জানান। সোনা আলীর পুত্র নুরুল আলমের উস্কানিতে অতিরিক্ত মারধর করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ। তাদের মতে চোরের ঘটনায় আইন হাতে তুলে নিয়ে এমন বর্বরতা কোন দিন মেনে নেয়া যায়না, যা অমানবিক ও দুঃখজনক বলে জানান তারা।
এই বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান,তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন,মারধর করেছে বলে জানান,তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন । এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।