বার্তা পরিবেশক :
টেকনাফের হোয়াইক্যং ইউপির ৩নাম্বার ওয়ার্ডের উনছিপ্রাং এলাকায় এনজিও সংস্থা অক্সফাম কর্তৃক ২০৫ পরিবাকে হ্যান্ড ওয়াম বিতরণ করেছে।
গেল ৬ই মে এনজিও ফোরাম ফর পাবলিল হেলথ্ কর্তৃক ডিফাট এক্সফ্যাম ওয়াস প্রজেক্ট আওতায় হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং ও রইক্ষ্যং এলাকায় স্থানীয় জনগোষ্ঠী’র মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফাম এর প্রতিনিধি সিহাব,এনজিও ফোরামের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম, সাকি পাবলিক হেলথ্ প্রমোশন অফিসার মোঃশাদলী বেন জাদীদ আরোফীন,পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইবনে শামস,WASH Promoter হিসাবে উপস্থিত ছিলেন রফিকুল আলম ও সাফিয়া আক্তার প্রমুখ।