শেফাইল উদ্দিন।।
জাহেদ বাঁচতে চাই , ফিরে যেতে চাই স্বাভাবিক জীবনে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া জাহেদের চোখেমুখে বাঁচার আকুতি। আপনার-আমার সহযোগিতায় জাহেদ ফিরে পাবে আবার নতুন জীবন
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের মধ্যেম গজালিয়া রাজঘাট গ্রামের দিনমজুর নুর আহমেদ এর ছেলে জাহেদ লিভার ক্যান্সার আক্রান্ত। সে রেষ্টুরেন্টে ওয়েটার এর কাজ করতো।
প্রায় এক বছর যাবৎ জাহেদ এর চিকিৎসা চালিয়ে পরিবারের সহায় সম্বল যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। স্থানীয়ভাবে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার জেনারেল হাসপাতাল, কক্সবাজার ডক্টর চেম্বার সহ একাধিক হসপিটালে জাহেদ এর চিকিৎসা করা হয়েছে। সর্বশেষে ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়বেটিস কেয়ারের চিকিৎসকদের অভিমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নতর চিকিৎসার মাধ্যমে জাহেদের আরোগ্য লাভ সম্ভব। জাহেদের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু জাহেদ এর পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছে না।
তার পরিবার হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন। হয়তো আপনার সহযোগিতায় সে ফিরে পাবে নতুন জীবন।
যোগাযোগ 01641699794 রাজু -(বি-পারসোনাল)
01876713080 আমির অসুস্থ রোগীর ভাই