নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
তীব্র তাপদাহে’র কারণে হিট স্ট্রোকে খুরুশকুলে রশিদ আহমদ বাবুল (৫০) নামে’র এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
খুরুশকুল ঘোনারপাড়া’র মৃত ইমাম শরিফের ছেলে রশিদ আহমদ বাবুল আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী পানের বরজ এ কাজ করতে গেলে অদ্য দুপুর ১টায় তীব্র তাপ দাহের কারণে কর্মস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তৎক্ষণিক উপস্থিত লোকজন প্রথমে মুমূর্ষু অবস্থায় বাবুলকে স্থানীয় চিকিৎসক কাছে পরবর্তী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবুলকে মৃত্যু ঘোষণা করে এবং হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানাই চিকিৎসক।
মৃত্যুর কালে স্ত্রী,এক ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন তিনি।