বার্তা পরিবেশক :
আমি জমিলা আক্তার সায়েরা, (পূর্ব নাম- ম্যি ম্যি থে), পিতা- মংম্রা, মাতা- এছেনুন, সাং- ফুলবাগ সড়ক,চাউল বাজার, ০৪ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা, উপজেলা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। এই মর্মে ঘোষণা করিতেছি যে,আমার বয়স ১৯ বছর এবং আমি একজন সাবালিকা। ইসলাম ধর্মের প্রতি আমার পূর্ব আকর্ষণ থাকায় আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনা ব্যতিরেকে গত ২৮-০১-২০২৪ ইং তারিখে(নোটারী রেজি:-১৭৪) নোটারী পাবলিক কার্যালয়,কক্সবাজারে স্বশরীরে হাজির হয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হই। এবং আমি মো: জাহেদ ইফতেখার হৃদয়, পিতা- জাহেদুল ইসলাম, সাং- মধ্যম টেকপাড়া,০৪ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,উপজেলা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’কে ইসলামী শরীয়ত মোতাবেক গত ১২-০৩-২০২৪ ইং তারিখে (নোটারী রেজি:-৩৪৯৩) বিবাহ করিয়াছি।
আমি সকলের নিকট দোয়াপ্রার্থী।ইসলামী শরীয়ত মোতাবেক ও দেশের প্রচলিত আইন অনুসারে আমরা এখন স্বামী-স্ত্রী। আমাদের কোনরূপ হয়রানি না করার জন্য আমি আমার পরিবারসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
অনুরোধে:
জমিলা আক্তার সায়েরা (পূর্ব নাম- ম্যি ম্যি থে)
পিতা- মংম্রা, মাতা- এছেনুন
সাং- ফুলবাগ সড়ক,চাউল বাজার,
০৪ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা
উপজেলা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।