মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুল হাসান এর জানাযার নামাজে শোকাহত মানুষের ঢলঃ বিভিন্ন মহলের শোক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে ফের বাংলাদেশীর পা বিচ্ছিন্ন মহেশখালীতে টমটম চাপায় শিশুর ম*র্মান্তিক মৃত্যু মহেশখালীতে আম গাছ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রের মৃ’ত্যু! কক্সবাজারের উখিয়া থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করলো সাতঘরিয়া পাড়াবাসী রামু কলেজে নবাগত অধ্যক্ষের সাথে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করলো সাতঘরিয়া পাড়াবাসী ঈদগাঁওতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন  মহেশখালীতে মামার হাতে ভাগিনা খুনের ঘটনায় গ্রেফতার ৪

হলদিয়ার আনাচে কানাচে মানুষের ভালোবাসায় সিক্ত অধ্যক্ষ মো. শাহ আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী হিসেবে টানা দুইবার নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ভালোবাসায় সিক্ত হন অধ্যক্ষ মো. শাহ আলম।

পরে পাঁচ শতাধিক যানবাহনের বিশাল বহর নিয়ে কক্সবাজার থেকে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকা মরিচ্যা এলাকায় পৌঁছালে জনসাধারণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া অধ্যক্ষ মো. শাহ আলম।

নৌকার মনোনয়ন পাওয়ায় আবেগাপ্লুত হয়ে ওমর ফারুক বলেন,শাহ আলম চেয়ারম্যান হলদিয়াপালং ইউনিয়নের উন্নয়নের রূপকার। হলদিয়ার দলমত নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখে উন্নয়ন করে যাচ্ছে। আবারো নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

পরে মরিচ্যা কোটবাজার ভালুকিয়া সড়ক প্রদক্ষিণ করে পাতাবাড়ী,উত্তর বড়বিল,মরিচ্যা বাজার ও কোটবাজার চারটি পথসভায় মিলিত হয়।
পথসভায় উৎসুক জনতার উদ্দেশ্যে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। প্রধানমন্ত্রী টানা দুবার আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। হলদিয়াবাসীর উন্নয়ন কর্মযজ্ঞের ধারা অব্যাহত রাখতে আগামী ১১ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

পথসভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী, উন্নয়নের রূপকার অধ্যক্ষ মো. শাহ আলম কে আগামী ১১ নভেম্বর ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। হলদিয়াবাসীর নিরাপদ অভিভাবক শাহ আলম চেয়ারম্যান।

পথে পথে সাধারণ ভোটারসহ সবাই শাহ আলম কে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs