নিউজ ডেস্ক :
সারাদেশের ন্যায় কক্সবাজারেও রবিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সংক্ষিপ্ত সিলেবাসে এবারের পরীক্ষায় জেলার ৪৭টি কেন্দ্রে ৩০ হাজার ৯ শ ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টার ও কেন্দ্রের পাশের ফটোকপির দোকান। সকালে মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মু, নাছির উদ্দিন,কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। এ সময় কেন্দ্র সচিব রামমোহন সেন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম,ডিপিএইচই এর সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।