মহেশখালী প্রতিনিধিঃ
সম্প্রতি মহেশখালীর মাতারবাড়ীতে এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে না পেরে অপহরণ করে নিয়ে যায় মোহাম্মদ মামুন নামে এক যুবক। পরে গত (২৬ আগস্ট) এ ঘটনায় রূপালী সৈকতে ” প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মহেশখালীতে গভীর রাতে এক স্কুল ছাত্রীকে অপহরণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর অপহৃত তারমিনা (১৪) কে উদ্ধার করে জনতার সহায়তায় মহেশখালী থানা পুলিশ। অপহরণকারী মামুনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, এ অপহরণের ঘটনা ধামাচাপা দিতে একটি স্থানীয় মহল জোর লবিং চালায়। অন্যদিকে এ অপহরণকারী একজন অদক্ষ ও লাইসেন্সবিহীন ডাম্পার চালক। মাটি কাটার শ্রমিক থেকেই মূলত গাড়ি চালক বনে যায় সে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে সুমাইয়া (১০) নামে স্কুলছাত্রীকে ডাম্পার চাপায় হত্যা করে এ ঘাতক। পুলিশ জানায়, মাতারবাড়ী অপহরণের ঘটনায় অপহরণকারী মামুনকে গ্রেফতার করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি অপহৃত তারমিনাকে মেডিকেল টেস্টের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারীর বিরুদ্ধে থানায় অপহরণ মামলা রুজু হয়েছে।