হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি।
মহেশখালীর সোনাদিয়ায় নৌ পারাপারের সময় হৃদয় এক পর্যটক বিষপান করে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জরিপবাদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আজ রবিবার (১৪ ই এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাকে জেলেরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও (ভারপ্রাপ্ত) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। সে বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে জানা যায়।